পলাশবাড়ীতে ৩৩ হাজার কেভি ভোল্টের ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
পলাশবাড়ীতে ৩৩ হাজার কেভি ভোল্টের ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে শ্রমিকের মৃত্য গাইবান্ধার পলাশবাড়ীতে ৩৩ হাজার কেভি ভোল্টের ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে গুরতর আহত শ্রমিক সৌরভ চিকিৎসাধীন অব¯’ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। এদিকে বিদ্যুৎ তারে ঝুলিয়ে আহত হওয়ার ঘটনার জন্য বাসা মালিকের অসচেতনতাকেই দায়ী করছেন সচেতন মহল। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বাদ জুম্মা উপজেলার পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুনসুর আলীর ৩য় তলা ভবনে। সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, মুনসুর আলীর ৩য় তলা ভবনের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজ একটি বৈদ্যুতিক লাইন থেকে জেলা সদরের সংযোগ প্রদান করা হয়েছে। এক সময় দুর্ঘটনার কথা চিন্তা করে বাসা মালিক ভবনের ৩য় তলায় বৈদ্যুতিক লাইনের ¯’ানে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছিল। সময়ের ব্যবধানে ৩য় তলা ভবনের কাজ শুর“ করার লক্ষ্যে তিনি ওই প্রাচীর ভেঙ্গে ফেলেন। ফলে বিপদজ্জক জায়গাটি আরও বেশি বিপদজনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ভবনের ছাদে কাজ করছিলেন কাঠ মিস্ত্রী উপজেলার বরিশাল ইউপির বাসুদেবপুর গ্রামের পিযুষ কুমারের ছেলে সৌরভ (৩৫)। কাজ করতে করতে এক সময় তিনি ৩৩ হাজার ভোল্টেজ তারে জড়িয়ে যায়। এসময় তার শরীরের ৭৫ ভাগ আগুনে পুড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অব¯’ার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ¯’ানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অব¯’ায় বুধবার সে ইন্তেকাল করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসা মালিক মুনসুর আলী পালাতক রয়েছে ্